রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা হাকিমপুর


প্রকাশিত:
২৪ জুলাই ২০২২ ০৬:৫৯

আপডেট:
১৩ মে ২০২৫ ০৬:৫১

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ হাকিমপুর-ঘোড়াঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ (ওসি) আবু সায়েম মিয়া ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছে দিনাজপুরের হাকিমপুর থানার এএসআই সারোয়ার জাহান।

শনিবার (২৩ জুলাই ) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন পিপিএম হাকিমপুর - ঘোড়াঘাট থানা সার্কেল এএসপি শরিফুল ইসলাম এবং ওসি আবু সায়েম ও এএসআই সারোয়ার জাহান কে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কিত করেন।

জিআর সিআর সাজা ও সাধারণ ওয়ারেন্ট এর আসামি গেরেপ্তার, মাদক, ইয়াবা, হিরোইন,ফেনসিডিল উদ্ধার, বিভিন্ন মাদক ব্যবসায়ী আটক সহ ৮ টি সাজা আসামি ও ২৬ টি সাধারণ ওয়ারেন্ট, মাদক পাচারে ব্যবহৃত গাড়ি, মোবাইল জিডিমূলে উদ্ধার করেন এএসআই সারোয়ার জাহান।

গত জুন মাসের সার্বিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ ওসি এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে এই পুরস্কার প্রদান করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন পিবিএম ।

 

আরপি/হাসান



আপনার মূল্যবান মতামত দিন:

Top