রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


প্রকাশিত:
২ আগস্ট ২০২২ ২০:৩৮

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:০২

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

সোমবার (১ আগস্ট) দুপুরের দিকে জেলার সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মো.ইসমাইল (৩৬) ভোলা জেলার মনপুরা থানার রহমানপুর এলাকার সফিকুল ইসলাম রফিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, আসামি ইসমাইল ভোলা জেলার মনপুরা থানা এলাকার বাসিন্দা । দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকায় বসবাস করে আসছে। সে নোয়াখালী ও ভোলা জেলার উপকূলবর্তী চরাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে।

স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শণ করে চাঁদাবাজি করে। হাতিয়া ও চরজব্বর থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হলে সে কৌশলে গা ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

 

আরপি/এমএএইচ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top