রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নোয়াখালীতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার


প্রকাশিত:
৯ আগস্ট ২০২২ ২১:৪৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৫০

ছবি: প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলায় ৪০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন পালের বাড়ির দরজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত মতলব সওদাগর (৫৫) উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। 
 
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতলব সওদাগরকে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  ওই মামলায় মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।  
 
আরপি/ এমএএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

Top