রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নোয়াখালীতে স্কুল দাবা প্রতিযোগিতা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২২ ০৫:৩৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:১৩

সংগৃহিত

মেধা বিকাশে স্কুলভিত্তিক দাবা খেলা ছড়িয়ে দিতে বাংলাদেশ দাবা ফেরারেশনের আয়োজনে 'হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার' প্রতিপাদ্যে নোয়াখালীতে শুরু হলো 'মার্কস এক্টিভ স্কুল চেস চ্যাম্পস' শীর্ষক স্কুল দলগত দাবা প্রতিযোগিতা।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে নোয়াখালী শহীদ ভুলু ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন পুলিশ সুপার শহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক বাসব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আহসান উল্লাহ হুমায়ুন।

প্রতিযোগিতায় জেলার ৮ উপজেলার ৩০ টি বিদ্যালয়ের ৬২ টি দলের ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দুদিনব্যাপী প্রতিযোগিতার আগামীকাল শেষ দিন বিজয়ী তিনটি দলকে পুরষ্কৃত করা হবে। প্রতিযোগিতাটি পরিচালনা করছেন আন্তর্জাতিক ফিদে দাবা বিচারক রুমানা ফেরদৌসি।

আরপি/ এসএইচ ১৩


বিষয়: নোয়াখালী


আপনার মূল্যবান মতামত দিন:

Top