রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


 দুই রেঁস্তোরাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৯

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪০

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানের ৪২ হাজার টাকা জরিমানাকরা হয়েছে। এরমধ্যে দুটি রেঁস্তোরা ও একটি বেকারি রয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌরাস্তা ও বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, চড়ুইভাতি রেস্টুরেন্টকে কেওড়া জল রাখায় ২০ হাজার টাকা, পঁচাবাসি খাবার থাকায় রাজমহল হোটেলকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় রাজধানী বেকারিকে ১২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. শওকত আলীও সোনাইমুড়ী থানার একদল পুলিশ সদস্য।



আপনার মূল্যবান মতামত দিন:

Top