রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বন্দুকযুদ্ধে প্রাণ গেল ২৩ মামলার আসামির মৃত্যু


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২২ ২০:৩৯

আপডেট:
১৩ মে ২০২৫ ১২:৫৯

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যাসহ ২৩ মামলার আসামি রাসেদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহিন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে র‍্যাব এবং শাহীন ও তার দলের ১০-১২ জনের মধ্যে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

র‍্যাব-১ এর অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন বিষয়টি জানিয়েছেন।

কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন বলেন, ‘বৃহস্পতিবার বেলা ২টার দিকে আমাদের অপারেশন ছিল। আমরা যখন কাছাকাছি পৌঁছেছি তখন ওরা ১০-১২ জনের মতো ছিল। ওদের কাছে শটগান ও পিস্তল ছিল। সন্ত্রাসীরা গুলি ছুড়লে আমরাও পাল্টা ফায়ার করি। এ সময় সিটি শাহীনের পায়ে শটগানের গুলি লাগে।’

তিনি বলেন, ‘শাহীনের পায়ে গুলি লাগার পর উল্টো দিক দিয়ে তার সঙ্গীরা আমাদের ওপর আক্রমণ চালানোর চেষ্টা চালায়। তবে আমাদের ফায়ারের কারণে এক পর্যায়ে তারা পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে বিকেল সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ শাহীনকে আমরা মুগদা হাসপাতালে নিয়ে যাই। সেখানে বিকেল ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।’

র‍্যাবের এই কর্মকর্তা জানান, সিটি শাহীনের বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা, তিনটি হত্যাচেষ্টার মামলা। অন্যগুলো নারী ও শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, সঙ্ঘবদ্ধ ডাকাতি, মাদক, অস্ত্র, পুলিশ আসল্টসহ বিভিন্ন অভিযোগের মামলা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক কারবারি ও সন্ত্রাসী ছিল সিটি শাহীন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানাতেই হত্যাসহ ৭ থেকে ৮টি মামলা রয়েছে। সিটি শাহীনের মরদেহ এখন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top