রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


আক্রান্তের খবর শুনেই উধাও করোনা রোগী


প্রকাশিত:
২০ জুন ২০২০ ০৫:০৮

আপডেট:
১৩ মে ২০২৫ ২২:২৮

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় করোনা পজিটিভ হওয়ার খেবর পেয়ে পালিয়েছেন এক রোগী। পলাতক রোগীর নাম মোহাম্মদ মোজাফফর হোসেন (৫০)। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের নিরাপত্তা প্রহরী তিনি। অফিসের পাশে পরিবার-পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন মোজাফফর।

খুলনার ফুলতলা উপজেলায় ওই ব্যক্তি অসুস্থতার কথা গোপন করে নিজ গ্রামে চলে গেছেন বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার পাঠানো পরীক্ষার ফলে দেখা যায়, শার্শা উপজেলার তিনজন করোনা পজিটিভ। তার মধ্যে পল্লী বিদ্যুতের ওই কর্মীও রয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী। এরপর নিয়ম অনুযায়ী শনাক্তদের বাড়ি লকডাউন করা হয়।

বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডা. মতিয়ার রহমান জানান,বেলা আড়াইটার দিকে তিনি মোজাফফরের বাসভবন লকডাউন করতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বাসায় তালা দেওয়া। প্রতিবেশীরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে ঘরে তালা দিয়ে মোজাফফর অজ্ঞাত স্থানে চলে গেছেন।

 

 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top