রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


খানপুরে দুঃস্থদের মাঝে বিজিবি'র ত্রাণসামগ্রী বিতরণ


প্রকাশিত:
১৭ জুলাই ২০২০ ০০:৪১

আপডেট:
১৩ মে ২০২৫ ০৭:২১

দিনাজপুরের খানপুরে দুঃস্থদের মাঝে বিজিবি'র ত্রাণসামগ্রী বিতরণ

দিনাজপুরে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, গরীব ও দুঃস্থ তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ও বিজিবি দিনাজপুরের ব্যবস্থাপনায় খানপুর সীমান্তবর্তী এলাকায় বিজিবি-২৯ ব্যাটালিয়নের সদস্যরা ত্রাণ বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় দিনাজপুর সদরের খানপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ত্রাণসামগ্রী বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক।

ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জহিরুল হক বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও বন্যার কারণে সীমান্তবর্তী এলাকার মানুষ অত্যন্ত দুঃখ এবং কষ্টে দিনযাপন করছেন। তাদের এই দুঃখ ও কষ্ট লাঘবের জন্য বিজিবির মহাপরিচালক মহাদোয়ের দিক নির্দেশনায় বিজিবি দিনাজপুর সেক্টরের তত্বাবধানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফুলবাড়ি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থপনায় স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

এছাড়াও তিনি জানান, দিনাজপুর সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের সীমান্তবর্তী এলাকায় করোনাকালীন সর্বমোট ৭০ হাজার ৩০০ পরিবারের মাঝে আমরা ত্রাণসামগ্রী বিতরণ করেছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসপিজি), কোম্পানি কমান্ডার মোঃ ফরিদ উদ্দিন, ৯ নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ৩ শতাধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, সাবান ও লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ বিতরণ করা হয়। 

আরপি/ এএন-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top