রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


মাদক নির্মূল শক্তি কমিটির সভাপতিই গাঁজাসহ আটক


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২০ ১৬:০০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:২৬

ছবি: সংগৃহিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাব্বির আহমেদ নামে এক ব্যক্তিকে ২ কেজি গাঁজাসহ আটক করেছে বিজিবি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

তবে ঘটনার উল্লেখযোগ্য বিষয় হলো, সাব্বির আহমেদ উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের মাদক নির্মূল শক্তি কমিটির সভাপতি। আর তিনিই মাদকসহ আটক!

আটক সাব্বির আহমেদ দেওরগাছ গ্রামের সাবেক ইউপি সদস্য প্রয়াত রজব আলীর ছেলে।

বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি সদস্য চুনারুঘাট উপজেলার সীমান্ত ১৯৯৬ এর ৬ এস পিলার থেকে ৩ কিলোমিটার অভ্যন্তরে হাপ্টার হাওর নামক স্থান থেকে তাকে ২ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় তার সঙ্গে থাকা মোটরবাইকটিও জব্দ করে বিজিবি। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top