রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


সন্ধ্যার পরেও ভোট হয়েছে দুই কেন্দ্রে


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২০ ০৩:৫৫

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০৬:৫০

ছবি: সংগৃহীত

সন্ধ্যা ৬টায়ও ভোট নিতে হয়েছে বরিশালের উজিরপুর পৌরসভার দু’টি ওয়ার্ডের ভোটকেন্দ্রে। সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করে উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিম উদ্দিন জানান, কিছুক্ষণ আগে এ দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে।


ভোটকেন্দ্রের সীমানার মধ্যে বিপুল সংখ্যক ভোটার থাকায় ভোটগ্রহণে দেরি হয়েছে জানিয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হওয়ার কথা। কিন্তু উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউট (সরকারি মডেল স্কুল) ও ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দ সাহা এলাকার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের অনেক ভিড় ছিল। এজন্য নির্দিষ্ট সময়ে সবার ভোট নেওয়া সম্ভব হয়নি। ফলে এ দুই কেন্দ্রে ভোটগ্রহণে দেরি হয়েছে।

 

আরপি  এমবি-২০



আপনার মূল্যবান মতামত দিন:

Top