রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


ট্রেনে কাটা পরে রেল কর্মচারী নিহত


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৯

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০৪:৩৭

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে প্রকৌশল বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন।মঙ্গলবার সকালে কাউলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আমিন বেপারী (৩৬)। তিনি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন বলেন, ট্রেনে কাটা পড়ে রেলের এক কর্মচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের লোকজন গেছে।

 

আরপি/টিএস-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top