রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনের অনুমতি বাতিল


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৮:০৬

আপডেট:
১৩ মে ২০২৫ ০৪:৫৩

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডে অনলাইনে আন্তর্জাতিক লেনদেনে অনুমতির নিয়ম বাতিল করেছে।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে আন্তর্জাতিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে আগেই আবেদনপত্র জমা দিতে হবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছিল।

এখন থেকে আন্তর্জাতিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংকের আর অনুমতি নিতে হবে না। গ্রাহক নিজেদের ইচ্ছেমত আগের নিয়মে লেনদেন করতে পারবেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top