রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাজশাহী নগরীর স্কুলে স্কুলে প্রাণের উচ্ছ্বাস


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৪ ১৮:১৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৪১

 ছবি:সংগৃহিত

রাজশাহী মহানগরীর নগরীর স্কুলসমূহ খুলেছে। ইদের ছুটি শেষে তাপদাহে এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার (২৮ এপ্রিল) সারা দেশের সাথে নগরীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলেছে।

তাপদাহ বজায় থাকলেও স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার প্রাথমিক বিদ্যালয়ে পূর্বের মতই ছুটি থাকবে।
রোববার সকালেই কোলাহলমুখর হয়ে উঠে। কোমলমতি শিশুদের প্রাণচাঞ্চল্য দেখা দেয়। শিক্ষকরা উৎসাহ-উদ্দীপনায় শিশুদের শিক্ষন নিয়ে তৎপর দেখা গেছে।

চলমান তাপদাহের কারণে কোমলমতিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮টা থেকে ১১:৩০ টা পর্যন্ত চলবে; দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল ৮টা থেকে ৯:৩০ টা এবং দ্বিতীয় শিফট ৯:৪৫ মিনিট থেকে সাড়ে ১১:৩০ মিনিট পর্যন্ত চলমান থাকবে; তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে; উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় নিয়ে উপজেলাভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন; প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তাপদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব-পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top