রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ঘূর্ণিঝড় তকতের তান্ডবে লন্ডভন্ড সালমানের সিনেমার সেট


প্রকাশিত:
২০ মে ২০২১ ২১:১১

আপডেট:
১৩ মে ২০২৫ ১১:৩৪

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় তওকতের তান্ডবে লন্ডভন্ড হয়েছে বলিউডের অনেক তারকার বাড়ি ও অফিস। শুধু তাই নয়, এতে ক্ষতিগ্রস্থ হয়েছে বলিড তারকা সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমার সেট। তবে সেখানে কেউ আহত হননি বলে জানা যায়।

গোরগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে দুবাইয়ের একটি মার্কেটের মতো সেট তৈরি করা হয়েছিল ‘টাইগার থ্রি’র জন্য। ‘টাইগার থ্রি’ সিনেমার সেটের ক্ষতি হলেও, কারও প্রাণহানি হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিসি)-এর সভাপতি বিএন তিওয়ারি। 

একই জায়গায় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সেট নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বানশালি। কিন্তু সেখানে কোনও ক্ষতি হয়নি। গত বছর বর্ষার আগেই পরিচালক সেটে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রেখেছিলেন।

সাইফ আলী খান, অক্ষয় কুমার, হৃতিক রোশানের বাড়িতেও হানা দিয়েছে ঘুর্ণিঝড়। কারও বাড়ির সামনে গাছ উল্টে পড়েছে, আবার কারও দামি গাড়ি ভেঙে গেছে । রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নির্মাণাধীন থাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরপি / এমবি-৮

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top