রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


জয়া আহসানদের পর এবার মিথিলা


প্রকাশিত:
৯ জুলাই ২০২১ ২১:৫৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:৪৮

ফাইল ছবি

কলকাতার নির্মাতা সৃজিতের সঙ্গে বিয়ের পূ্র্ব থেকেই কলকাতার ছবিতে মিথিলা অভিনয় করছেন বলে বেশ কানাঘুষা চলছিলো। সৃজিতকে বিয়ের পর সেটা আরও পাকপোক্ত হয়। অনেকে ধরেই নেন এখন থেকে সৃজিতের অনেক প্রজেক্টেই থাকবেন মিথিলা। কিন্তু সে ভুল ভাঙছে। বিয়ের বছর পেরিয়ে গেলেও সৃজিতের কোনো ছবিতে দেখা যায়নি মিথিলাকে।

বরং এবার মিথিলা শোনালেন অন্য খবর। টাইমস অব ইন্ডিয়ার মিথিলার বরাতে জানায় রাজর্ষি দের পরিচালনায় টলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন মিথিলা। তাই জয়া আহসানের মতো টলিউড ইন্ডাষ্ট্রির অভিনেত্রী হতে যাচ্ছেন মিথিলা।

শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ অবলম্বনে নির্মিতব্য রাজর্ষির এই ছবির নাম ‘মায়া’। মিথিলা ছাড়াও অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা ব্যানার্জী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

মিথিলাকে সিনেমায় পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে নির্মাতা টাইমস অব ইন্ডিয়াকে জানান, আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে তাকে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।

নির্মাতা বলেন, অনেকে বলছেন অর্পিতার পরিবর্তে মিথিলাকে সিনেমায় নেয়া হয়েছে, এটা সত্য নয়। চিত্রনাট্য তৈরী হওয়ার সময় থেকেই মিথিলা এই সিনেমার অংশ।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এরইমধ্যে অভিনেতাদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে। ১২ জুলাই থেকে কলকাতা ও এর আশে পাশে হবে শুটিং।

এর আগে টেলিভিশন কিংবা ওয়েব সিরিজে কাজ করলেও চলতি বছরেই প্রথমবার সিনেমায় অভিনয়ের ঘোষণা আসে মিথিলার পক্ষ থেকে। চিত্রনায়ক নিরবের বিপরীতে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ এর মধ্য দিয়ে বাংলা সিনেমায় অভিষিক্ত হন মিথিলা। ইতোমধ্যে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top