রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


৫০০ সুবিধাবঞ্চিত শিশুর পাশে পরীমনি


প্রকাশিত:
১ আগস্ট ২০২১ ২২:৫১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:১২

চিত্রনায়িকা পরীমনি। ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। ঈদুল আজহায় কুরবানী করার পর এবার পাশে দাঁড়িয়েছেন ৫০০ সুবিধাবঞ্চিত শিশুর। নায়িকা পরিচয়ের বাইরে ভিন্ন পরিচয়েও পরিচিত তিনি। মানুষের সেবায় ছুটে যাচ্ছেন, অসহায়দের পাশে দাড়াচ্ছেন, সমাজের অবহেলিত মানুষদের নিয়ে আরও অনেক কিছুই করার পরিকল্পনা মাথায় নিয়ে ঘুরছেন এ নায়িকা। পরীর কথায়, তাদের পাশে দাঁড়ানোর মধ্যেই অন্য রকম এক আনন্দ আছে। ইতোমধ্যে তার এসব কর্মকাণ্ড দারুণ প্রশংসিত হয়েছে।

দেশে চলমান মহামারি করোনার মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোপ ফাউন্ডেশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ’ মাধ্যমে এবার ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন পরীমনি। সম্প্রতি, রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত অন্তত ৫০০ জন শিশুদের সহযোগিতা করেছেন পরীমনি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিদ জানান, আমারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশের বিভিন্ন সময়, বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছি। সেই ধারাবাহিকতায় বজায় রেখে এবার ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশুরকে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবার প্রিয় অভিনেত্রী পরী মনি। তাকে ধন্যবাদ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top