রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মরণোত্তর দেহদানের অঙ্গীকার কবীর সুমনের


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৮

আপডেট:
১৩ মে ২০২৫ ১৫:১২

ফাইল ছবি

কবীর সুমন একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সাবেক সংসদ সদস্য। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরোনো নাম পরিত্যাগ করেছেন। সুমন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক।

এবার তিনি মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলেন। বুধবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সব নথিপত্রে সই করেন কবীর সুমন। সই করা পত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন শিল্পী।

জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। এখন তিনি সুস্থ। সুযোগ পেলে গানচর্চায়ও মেতে উঠছেন গানওয়ালা। নতুন নতুন রাগ নিয়ে কাজ করছেন কবীর সুমন। এবার পূজায় মুক্তি পেতে পাচ্ছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে রয়েছেন কবীর সুমন।

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top