রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বড় দিনে মুক্তি পাচ্ছে কপিল দেবের বায়োপিক


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ২১:২৭

আপডেট:
১৩ মে ২০২৫ ১২:০০

ফাইল ছবি

গতবছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে কবীর খান পরিচালিত রণবীর সিং অভিনীত কপিল দেবের বায়োপিক ‘৮৩’। লকডাউনের পরে ‘৮৩’-র মুক্তি নিয়ে বারবার পরিকল্পনা করেও, শেষ মুহুর্তে পিছিয়ে গিয়েছেন নির্মাতারা। শেষ পর্যন্ত ঠিক হয়েছে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক ‘৮৩’।

জানা গিয়েছে ২২ অক্টোবর থেকেই খুলতে চলেছে মহারাষ্ট্রের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্স। এরপরই একঝাঁক ছবির মুক্তি নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলিপাড়ার নির্মাতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই সুখবর জানিয়ে পোস্ট করলেন স্বয়ং রণবীর সিং।ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন শাকিব সালেম, তাহির রাজ ভাসিন,পঙ্কজ ত্রিপাঠি সহ আরও অনেকেই। কপিল দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোন। একাধিক দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ‘৮৩’।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top