রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


প্লেবয় মডেলের সম্পত্তির উত্তরাধিকারী পোষা কুকুর!


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২১ ২০:৪৮

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০১:৩৪

ফাইল ছবি


সম্পত্তির অংশ পোষা কুকুরের নামে লিখে দিচ্ছেন আমেরিকার এক কোটিপতি মডেল। তার যুক্তি, পোষা কুকুরটিই তার কাছে সন্তানতুল্য। তাই উত্তরাধিকারের যোগ্যও।

আমেরিকার ওই মডেলের নাম ঝু আইসেন। প্রাপ্তবয়স্কদের পত্রিকা আমেরিকান প্লেবয়ের প্রথম সারির জনপ্রিয় মডেল ঝু। পোষ্যের নাম ফ্রান্সিসকো। উত্তরাধিকার সূত্রে ঝু-এর যে সম্পত্তি ফ্রান্সিসকো পেতে চলেছে তার মূল্য ২০ লাখ মার্কিন ডলার।

ব্রাজিলিয়ান মডেল ঝু-এর বয়স ৩৫। ঝু জানিয়েছেন, ২০ লাখ ডলারের সম্পত্তির পাশাপাশি ফ্রান্সিসকো তার নিজের বসতবাড়ি এবং দু'টি বিলাসবহুল গাড়িও পাবে। এ ব্যাপারে ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ঝু। তিনি জানিয়েছেন, এই সম্পত্তির পুরোটাই ব্যবহার করা হবে ফ্রান্সিসকোকে ভাল রাখার জন্য।

আর যারা ঝু-এর দেখভাল করবেন, তারাও ওই সম্পত্তি ব্যবহার করতে পারবেন। ঝু-র কাছে জানতে চাওয়া হয়েছিল, এখনই উত্তরাধিকারীর চিন্তা কেন? সন্তান ধারণের সময় তো এখনও আছে। জবাবে ব্রাজিলের মডেল জানিয়েছেন, তিনি মা হতে পারলেও তাদের প্রতিপালন করতে পারবেন না। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top