রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সার্জারি করে নতুন রূপে সুস্মিতা সেন


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ০৪:০০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২৩:০৯

ফাইল ছবি

সৌন্দর্যের কাছে বয়স হার মেনে যায়। সার্জারি করে নতুন রূপে দর্শকের সামনে হাজির হওয়া সুস্মিতা সেনকে দেখে এরই প্রমাণ পাওয়া গেল।

বেশ কিছুদিন ধরে সময়টা অনুকূলে নেই এ বলিউড তারকার। তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে দাঁড়ানোর জন্য সম্প্রতি সার্জারি করিয়েছেন তিনি। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও সেরে উঠতে খানিকটা সময় লাগছে। তবে সার্জারির পর নতুন চেহারায় তাকে কেমন লাগছে, তা জানাতেও দেরি করেননি সুস্মিতা।

সম্প্রতি নতুন রূপের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সাবেক এ বিশ্বসুন্দরী। সেই ছবিগুলো রীতিমতো ঝড় তুলেছে নেটমাধ্যমে। সেখানে তাকে দেখা গেছে কাঁধ পর্যন্ত ছোট চুল, চোখে কালো রঙের বড় সানগ্লাস, পরনে জ্যাকেট।

ছবির পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে বলেছেন, 'আমার ৪৬তম জন্মদিন নতুন দিনের সূচনা করে দিল। তাই অনেক কিছুর অপেক্ষায় আছি। ১৬ নভেম্বর একটা সার্জারি হয়েছে। সেটা সফল হয়েছে। আপনাদের প্রত্যেকের শুভকামনায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।'

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top