রাজশাহী রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


একাত্তরের বীর বাঙালিতে তরুণ চার শিল্পী


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ১০:৩৪

আপডেট:
২৭ জুলাই ২০২৫ ০৯:৫১

ফাইল ছবি

চার শিল্পী গাইলেন ‌‘একাত্তরের বীর বাঙালি’শিরোনামের একটি গান। বিজয়ের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে গানটি গেয়েছেন আকাশ মাহমুদ। তার সঙ্গে এখানে কণ্ঠ দিয়েছেন রাকিব রাফি, শিহাব আশরাফুল, তৌহিদুর রহমান নামের তিন শিল্পী।

এ গানের কথা ও সুর রাকিব রাফির। এর কম্পোজিশনে রয়েছেন শিহাব আশরাফুল। গানটি ইউটিউব চ্যানেল টি আর মিউজিক স্টেশন থেকে ভিডিওতে প্রকাশ হয়েছে বলে মেইল বার্তায় জানানো হয়েছে।

গায়ক আকাশ মাহমুদ বলেন, ‘চমৎকার কথামালায় সাজানো একটি গান করেছি। যারা এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছেন সেইসব মহান মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করা। শ্রোতারা শুনছেন, প্রশংসা করছেন। এটাই আমাদের তৃপ্তি।’

গানটির গায়ক ও গীতিকবি রাকিব রাফি বলেন, ‘অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আনতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই গানটি গেয়েছি আমরা।

ওইসব মানুষেরা আমাদের কাছে আসল বীর। তাদের অবদান কোনোদিন ভোলা যাবে না। সেই অনুভূতি নিয়েই গানটি লেখা।

সূত্র: যুগান্তর

আরপি/ এমএএইচ-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top