রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ঢাকাই সিনেমায় নতুন ভিলেন


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৭:১৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:২৮

অপু আহমেদ

একযুগ আগে নবনাট নামের নাট্যদলের সদস্য হয়ে অভিনয়ে দীক্ষা নেওয়া শুরু হয় অপু আহমেদের। একসময় টিভি নাটকেও অভিনয় শুরু করেন তিনি। একক ও ধারাবাহিক নাটকে বেশকিছু ভালো নাটকে অভিনয় করেন তিনি। বাংলাভিশনে সকাল আহমেদের পরিচালনায় তার অভিনীত ‘ভদ্রপাড়া’ নামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।

নাটকের অভিনয়ের মধ্যেই চলতি বছর থেকে সিনেমায়ও অভিনয় করছেন এই অভিনেতা। রায়হান রাফীর পরিচালনায় ‘পরাণ’ ও অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ‘এনকাউন্টার’ নামের দুটি সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছেন।

সিনেমা দুটি এখন মুক্তির অপেক্ষায় আছে। ভিলেন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া প্রসঙ্গে অপু আহমেদ বলেন, ‘সব চরিত্রেই অভিনয়ের সুযোগ থাকে। তবে খলচরিত্রে অভিনয় করাটা অনেক কষ্টের। কারণ এখানে অভিনয়ে দক্ষতার প্রয়োজন হয়। আমি পরিশ্রমের মাধ্যমেই খলচরিত্রে অভিনয় করে যেতে চাই।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top