রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


টাইগার-দিশার বিচ্ছেদে কৃষ্ণার দুঃখপ্রকাশ


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ২১:৩৮

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:১১

ফাইল ছবি

ছয় বছরের সম্পর্কের ইতি জুলাইয়ে। তার পরও বলিপাড়ায় চর্চার কেন্দ্রে বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ ও দিশা পাটানি। আনুষ্ঠানিকভাবে তারা কোনোদিন সম্পর্কের কথা স্বীকার করেননি। তবু সবাই নিশ্চিত যে তারা দীর্ঘসময় ধরে প্রেমে ছিলেন। শিগগির বিয়ে করবেন জুটিতে, এমনই ছিল জল্পনা। তবে সবটাই ভেস্তে গেলো হঠাৎ।

সম্প্রতি লন্ডনে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছিলেন টাইগার। দিশা ব্যস্ত ছিলেন ‘এক ভিলেন’-এর কাজে। টাইগার দিশাকে ভুলে নাকি মডেল আকাঙ্ক্ষা শর্মার প্রেমেও পড়েছিলেন! এর মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিশার। ‘কেউ কিছু মুখ ফুটে না বললে সব ঠিক আছে।’

এর মধ্যে দুঃখ প্রকাশ করলেন টাইগারের বোন কৃষ্ণা শ্রফ। দিশার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। দিশা-টাইগারের সম্পর্কে দাঁড়ি পড়ায় কৃষ্ণার সঙ্গে দিশার বন্ধুত্বেও কি ছেদ পড়ল? জিজ্ঞেস করতে কৃষ্ণা বলেন, ‘দিশা এবং আমি আক্ষরিক অর্থেই আমাদের শুরুর বছরগুলো একসঙ্গে কাটিয়েছি। দিশা সবেমাত্র তখন ইন্ডাস্ট্রিতে এসেছে, আর আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম যেকোন জায়গায় আমি নিজেকে মেলে ধরতে পারি। আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি।’

কৃষ্ণা আরও জানান, এখনো সমস্যায় পড়লে প্রথমে দিশাকেই ফোন করেন। তার বিশ্বাস, যেখানেই থাকুন পাশে দাঁড়াবেন দিশা। বিশ্বে যেখানে নারীরা ক্রমাগত একে অপরকে পেছনে টানার চেষ্টা করেন বলে দুর্নাম রটে, সেখানে তার আর দিশার সম্পর্ক বিপরীত।

দিশা ও টাইগারের সম্পর্ক নিয়ে জ্যাকিকে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানান, ‘ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই ওদের বন্ধুত্বটা থেকে যাবে।’

তবে, বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন টাইগার— এ নিয়েই কানাঘুষো শোনা যাচ্ছে বলিপাড়ায়।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top