রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ০৮:০৪

আপডেট:
১৩ মে ২০২৫ ১৬:০৪

ছবি: অভিনেতা এটিএম শামসুজ্জামান

জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারও গুরুতর অসুস্থ হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা মলত্যাগের জটিলতায় ভুগছেন। তিনদিন ধরে মলত্যাগ করতে পারছেন না এটিএম শামসুজ্জামান । ফলে পেটে ব্যথা ও গ্যাসের সমস্যা দেখা দিয়েছে।

অবস্থা গুরুতর হওয়ায় আজ সোমবার দুপুর ১২টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখার পর ভর্তির পরামর্শ দেন। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ৩২২ রুমে ভর্তি করা হয়।

উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। হঠাৎ অসুস্থবোধ করায় গত ২৬ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। সমস্যা জটিল হলে এরপর তাকে গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয় তার। ২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বিকেল ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।


এরপর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় গত ৩ মে সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে।

এরপর গত ১৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সার্বি ক দায়িত্ব নেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় ১০ লাখ টাকার চেক। একুশে পদকজয়ী এই অভিনেতার চিকিৎসার ভার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে স্থানান্তর করা হয়। সেই প্রেক্ষিতে গত ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে প্রায় চার মাস পর ২৮ আগস্ট বাসায় ফিরেছিলেন এটিএম শামসুজ্জামান। আবারও অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। অভিনেতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

অভিনয়ের পাশাপাশি একাধারে তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top