‘ওয়ার’র ট্রেলারে ঋত্বিকের বাজিমাত

২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড তারকা ঋত্বিকের ‘ওয়ার’ সিনেমা। প্রকাশ পেয়েছে ‘ওয়ার’র ট্রেলার।সিনেমাটিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ।তাতেই ঋত্বিকের বাজিমাত।কবির চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক।
সাদা বরফের পাহাড়ের উপরে এক বিমান থেকে অন্য বিমানে লাফিয়ে পড়লেন ঋত্বিক রোশন। এরপরই ছদ্মবেশে শত্রুদের বহরে ঢুকে হামলা চালান তিনি। মিসাইল ছুঁড়ে মাঝ সমুদ্রে উড়িয়ে দেন জাহাজটি।এরপরই আসল চমক। টাইগারের সঙ্গে হাত মিলিয়ে শত্রুদের মোকাবিলা করে পরবর্তীতে দু’জনেই দাঁড়ান মুখোমুখি অবস্থানে!
মঙ্গলবার (২৭ আগস্ট) প্রকাশিত ট্রেলারে সবাইকে বড় ধরণের চমক দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।ছবিটির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। শুরু থেকেই আলোচনায় ‘ওয়ার’ । ট্রেলারে দেখা গেছে, তাকে ধরতে কর্নেল লুথরার নির্দেশে মিশনে নামেন টাইগার শ্রফ। এতে কর্নেল লুথরার ভূমিকায় দেখা যাচ্ছে আশুতোষ রানা। সিনেমাটিতে আরও রয়েছেন অভিনেত্রী বাণী কাপুর।
আরপি/ আআ
আপনার মূল্যবান মতামত দিন: