রাজশাহী সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


করোনা: লন্ডনে মিমি, দেশে না ফেরার পরামর্শ


প্রকাশিত:
১৫ মার্চ ২০২০ ০৪:৫৫

আপডেট:
১৫ মার্চ ২০২০ ০৫:০৩

করোনা আতঙ্কের মধ্যেই লন্ডন গেলেন কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় মুখে মাস্ক পরে একটি ছবি পোস্ট করে নিজেই লন্ডনে যাওয়ার কথা জানিয়েছেন।

মাস্ক পরে নিজের ছবি পোস্ট করে মিমি লিখেছেন, ‘কিছু কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাই লন্ডন যেতেই হচ্ছে। তার জন্য যতরকম সাবধনতা অবলম্বন করতে হয় করবো।’

এদিকে ইউরোপের দেশগুলিতে ক্রমাগত বাড়ছেন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যেই আমেরিকা-যুক্তরাজ্যের বাসিন্দাদের ভিসা দেওয়া আপাতত বন্ধ করেছে। ব্রিটেনে কোনও নাগরিককে আমেরিকাতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এই পরিস্থিতিতে মিমির লন্ডন যাওয়া বাতিল করা উচিত বলে মনে করছেন নেটিজেনরা। এছাড়া কারোনা আতঙ্কে বহু বলি তারকাও ইতিমধ্যেই তাদের বিদেশ সফর বাতিল করেছেন।

এদিকে মিমির মাস্ক পরা ছবি পোস্টের নিজে কমেন্টের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, ‘আপনি মাস্ক পেয়েছেন, আমরা পাইনি।’

কেউ আবার লিখেছেন, ‘দয়া করে আর দেশে ফিরবেন না।’ কেউ আবার মিমিকে সতর্ক করে লিখেছেন, ‘লন্ডন এক্কেবারেই নিরাপদ নয়, আপনার এই যাত্রা বাতিল করুন।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top