রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ক্লোজআপ ওয়ান তারকা

প্রিয়াঙ্কা বিশ্বাসের নতুন গান ‘মেঘের পরে বৃষ্টি’


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৫

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৯

ছবি: প্রিয়াঙ্কা  বিশ্বাস

রিয়েলিটি শো থেকে এসে গানের জগতে বিচরণ ঘটছে ক্লোজআপ ওয়ান’ তারকা প্রিয়াঙ্কা বিশ্বাসের। সম্প্রতি বৃষ্টি নিয়ে নতুন একটি গান করলেন এই তারকা।

জুলফিকার জাহেদীর কথায় ‘মেঘের পরে বৃষ্টি’ শিরোনামের গানটির সুর ও মিউজিক করেছেন আবদুল্লাহ আল জাবের। অক্টোবরের মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্টের ব্যানারে বৃষ্টি নিয়ে নতুন গানটির-ভিডিও প্রকাশ করা হবে। 

এ প্রসঙ্গে ক্লোজআপ ওয়ান’ তারকা বলেন, ‘আমি সব সময়ই আমার মনের মতো করে গান করার চেষ্ঠা করি। অনেক যত্ন নিয়ে এবং গতানুগতিক ধারা থেকে বেরিয়ে শ্রোতা দর্শকদেরকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি। আশা করি  আমার নতুন গান‘মেঘের পরে বৃষ্টি’ গানটি দর্শকদেরকে ভালো লাগবে।’

২০১০ এ বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র থেকে আয়োজিত ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ক্লোজআপ ওয়ান’ এই তারকা । ২০১২ সালের ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসে দশম স্থান অর্জন করেন। তারপর থেকে নিজের গাওয়া সুমধুর কণ্ঠে নতুন নতুন গান তুলে দর্শক মাতাচ্ছেন ক্লোজআপ ওয়ান’ তারকা  প্রিয়াঙ্কা বিশ্বাসে।

 

আরপি/বিডি



আপনার মূল্যবান মতামত দিন:

Top