রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


তাহসানের ক্যাসেট নিলামে, সাড়ে ৭ লাখে স্ত্রীর জন্য কিনলেন ভক্ত


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২০ ০২:৩১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২৩:০৯

ছবি: সংগৃহীত

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমান খানের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’র মাস্ট ডেট কপি ও হাতে লেখা ‘ঈর্ষা’ গানের পৃষ্ঠা বিক্রি হলো সাড়ে ৭ লাখ টাকায়। নিলামে ক্যাসেট করা ওই ভক্ত তাহসানের বাসায় গান শোনার দাওয়াতও পেয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টায় ‘অকশন ফর অ্যাকশন’ পেজে এই নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামেই তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও হাতে লেখা লিরিক বিক্রি হয়। স্ত্রী ও তার দুই মেয়েকে সেগুলো উপহার দিতে চান বলে জানান ওই ভক্ত।

অন্যদিকে নিলামের সাড়ে ৭ লাখ টাকা স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে অনুদান হিসাবে দিচ্ছেন তাহসান, যা দিয়ে ৩ হাজার মানুষকে ১ মাস খাওয়াবে ব্র্যাক।এ ব্যাপারে তাহসান বলেন, অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি এটি।

এই জিনিস একটিই। ১৬ বছর ধরে যত্নে রাখা হয়েছিল ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠা। নিঃসন্দেহে এটি অনেক আবেগের বিষয় আমার জন্য। মানুষের পাশে দাঁড়াতেই এগুলো উৎসর্গ করলাম।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top