রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


পর্নোগ্রাফি ছেড়ে পূর্বের পেশায় গ্রেসি


প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ০০:১৮

আপডেট:
২৬ জুলাই ২০২০ ০০:২০

অস্ট্রেলিয়ার পর্নস্টার রেনে গ্রেসি

রেসিং ছেড়ে পর্নস্টার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সুপারকার ড্রাইভার রেনে গ্রেসি। তার এই সিদ্ধান্ত চমকে দিয়েছিল সবাইকে। এবারও নিজের সিদ্ধান্তে চমকে দিয়েছেন অস্ট্রেলিয়ান সুন্দরী। নীলছবির দুনিয়া ছেড়ে তিনি আবার স্টিয়ারিং ধরার সিদ্ধান্ত নিয়েছেন।

গ্রেসি জানিয়েছেন, পর্নতারকা হওয়ার পর থেকে তিনি সপ্তাহে ১৪ হাজার পাউন্ড উপার্জন করেছেন। বাংলাদেশি টাকায় যা ২০ লাখেরও বেশি। সেই উপার্জিত টাকা দিয়ে এবার তিনি একটি রেসিং টিম তৈরি করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি আরও জানিয়েছেন, রেসিং ট্র্যাকে ফেরাটা সহজ হবে না। কারণ রেসিং কর্তৃপক্ষ তার এমন সিদ্ধান্ত মেনে নাও নিতে পারে। তাই সামনের কঠিন লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত।

১৯৯৮ সালের পর থেকে রেনে গ্রেসি প্রথম ফুল টাইম নারী রেসার। ২০১৭ সালে ফর্ম খারাপ থাকায় তিনি আর্থিক অনটনের মধ্যে পড়েন। তারপর হাজার চেষ্টা করেও সেই অনটন মেটাতে পারছিলেন না। অনেকটা বাধ্য হয়েই সে সময় নীলছবির জগতে নাম লেখান গ্রেসি। যদিও এই অস্ট্রেলিয়ান সুন্দরী পরে জানান, তিনি নিছক মজার ছলে এবং অভিজ্ঞতা অর্জনের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

আরপি/আআ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top