রাজশাহী বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


জ্বর নিয়ে হাসপাতালে সংগীতশিল্পী ফেরদৌস


প্রকাশিত:
২১ আগস্ট ২০২০ ১৯:১৬

আপডেট:
১৪ মে ২০২৫ ০৩:১২

ছবি: সংগৃহীত

জ্বর ও শারীরিক দুর্বলতা থাকার কারণে খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। ফেরদৌস ওয়াহিদের সহকর্মী মোশাররফ আজমি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি (ফেরদৌস ওয়াহিদ) জ্বরে ভুগছেন। কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে করোনা টেস্ট করানো হয়েছিল, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে।

তবে জ্বরের কারণে ওনার খাওয়ার রুচি কমে গেছে, সেজন্য ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। ফলে শরীর বেশ দুর্বল হয়ে গেছে। তাই বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আবারো করোনা টেস্ট করার জন্য হাসপাতাল থেকে ফেরদৌস ওয়াহিদের স্যাম্পল নেওয়া হয়েছে। এ রিপোর্ট জানা যাবে শুক্রবার (২১ আগস্ট)।

 

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top