রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


অভিনেত্রী রিয়ার ১০ বছর জেল হতে পারে!


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৫৪

অভিনেত্রী রিয়া। ফাইল ছবি

অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায়। সুশান্তকে মাদক জোগানের অভিযোগে তার এই প্রেমিকাকে  মঙ্গলবার তাকে গ্রেফতার দেখিয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রিয়ার বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে প্রয়াত অভিনেতাকে মাদক জোগানের অভিযোগ এনেছে এনসিবি। যা প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে তার।

তবে রিয়া নিজেও মাদক সেবন করতেন, এ রকম কোনো উল্লেখ এনসিবির করা রিমান্ড আবেদনে নেই। গ্রেফতারের পরে রাতে রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে। এ ছাড়া গ্রেফতার রয়েছেন সুশান্তের সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও কর্মচারী দীপেশ সবন্তক। ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে তারা থাকবেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top