রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


প্রাক্তনের সঙ্গে ছবি পোস্ট করে ফের সমালোচনায় দীপিকা


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২০ ১৭:০৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০৫:৪৭

ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা ভক্তদের অজানা নয়। কিন্তু দীপিকা এখন অভিনেতা রণবীর সিংয়ের ঘরণী। অন্যদিকে, আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা করছেন রণবীর কাপুর।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ছবি পোস্ট করেন দীপিকা। সব জায়গাতেই প্রোফাইল পিকচার ছিল তাদের ছবি। কিন্তু হঠাৎ কেন প্রাক্তনের সঙ্গে ছবি পোস্ট করলেন দীপিকা? ভক্তদের অনেকেই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেন।

মূলত, ২০১৫ সালের ২৭ নভেম্বর মুক্তি পেয়েছিল এই জুটির ‘তামাশা’ সিনেমাটি। আর সিনেমার পাঁচ বছর পূর্তিতে এমন উদ্যোগ নিয়েছেন দীপিকা। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সব জায়গাতেই রণবীর কাপুরের সঙ্গে ‘তামাশা’ সিনেমার একটি ছবি পোস্ট করেছেন। সিনেমায় দীপিকার চরিত্রের নাম ছিল তারা। প্রোফাইল পিকচারের নিচে এই নামটিও লেখা রয়েছে।

‘তামাশা’ সিনেমাটি পরিচালনা করেন ইমতিয়াজ আলী। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সুপার হিট হয় এটি। এতে রণবীর-দীপিকার রসায়ন বেশ উপভোগ করেছেন ভক্তরা। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top