রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২০ ১৪:৫৮

আপডেট:
১৩ মে ২০২৫ ০৭:৩৭

ফাইল ছবি

অনির্বাণ-মধুরিমার পর এবার পিঁড়িতে বসতে যাচ্ছেন টলিউডের অঙ্কুশ-ঐন্দ্রিলা। অনির্বাণ-মধুরিমার বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের কথা ফাঁস করলেন অঙ্কুশ।

টলিউডের নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে অঙ্কুশ লিখলেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমিও ঠিক করলাম আমি সেরে ফেলি। শিগগিরই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’

প্রসঙ্গত, অনির্বাণের সঙ্গে বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অঙ্কুশ।
টলিপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তারা। পরিবার থেকে অনুরাগী মহল, তাদের প্রেমের কাহিনি গোপন নেই আর কারও কাছেই। তবে কি নতুন বছরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা? অঙ্কুশের টুইট কিন্তু সে দিকেই ইশারা করছে।

রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও, অফস্ক্রিন এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top