রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাজশাহী বিভাগে আরো ৮ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:২২

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় আরো আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিভাগের নওগাঁয় দুইজন, বগুড়ায় চারজন এবং পাবনায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ২৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ছয়জনের বাড়ি রাজশাহী। আর তিনজনের বাড়ি বগুড়া। অন্য ২০ জনের বাড়ি পাবনা। শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৩২ জন। এদের মধ্যে ২৪ হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৮৭ জন কোভিড-১৯ রোগী।

আরপি/ এসআই-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top