রাজশাহী সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২১ ২১:২৬

আপডেট:
১২ মে ২০২৫ ২১:৫৬

ছবি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচজন মারা গেছেন। বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে তারা মারা যান বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃতরা হলেন, আবুল হোসেন (৫০), মিলন (৬৬), আব্দুল কুদ্দুস (৭৩), আব্দুল মালেক (৬৮), শরিফুল ইসলাম (৭২)। এদের মধ্যে একজন আইসিইউতে মারা যান। বাকি চারজন মারা যায় হাসপাতালে ২৯ ও ৩০ নং করোনা ওয়ার্ডে।

ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, বলেন, করোনা পজিটিভ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন আটজন। এছাড়াও করোনা উপসর্গ রয়েছে ৩৯ জনের।

আরপি/ এসআই-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top