রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


রাজশাহী বিভাগে করোনায় আরও ১ জনের মৃত্যু


প্রকাশিত:
১১ মে ২০২১ ২১:৪৫

আপডেট:
১১ মে ২০২১ ২১:৪৯

ফাইল ছবি

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের পাবনায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫০৬ জনের মৃত্যু হলো করোনায়।

এর মধ্যে সর্বোচ্চ ৩০৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২১ জন, নওগাঁয় ৩৫ জন, নাটোরে ১৮ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ৬৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের ৬২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ২৯ হাজার ৩৫৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬৮৬ জন কোভিড-১৯ রোগী। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিয়েছেন।

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top