রাজশাহী সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


রাজশাহী বিভাগে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু


প্রকাশিত:
৫ জুন ২০২১ ২০:৪৬

আপডেট:
২৮ জুলাই ২০২৫ ০০:৩০

ফাইল ছবি

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ জুন) বিভাগের বিভিন্ন জেলায় তাঁদের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে ছয়জন, বগুড়ায় একজন এবং নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৯২ জনের মৃত্যু হলো।

এর মধ্যে সর্বোচ্চ ৩১৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫১ জন, নওগাঁয় ৪৫ জন, নাটোরে ২৭ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিভাগে নতুন ২৮৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ৬৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩২২ জন। এদের মধ্যে ৩১ হাজার ৮৪০ জন সুস্থ হয়েছেন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৮৪ জন কোভিড-১৯ রোগী।

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top