রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


প্রয়োজনীয় ৫৩ ওষুধের দাম বাড়ছে


প্রকাশিত:
১৮ জুলাই ২০২২ ০৬:৫৩

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:৫৯

ছবি: সংগৃহীত

 

অতি প্রয়োজনীয় ৫৩ ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

শনিবার (১৬ জুলাই) ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র আইয়ুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওষুধ কোম্পানিগুলো কিছু ওষুধের দাম বাড়ানোর আবেদন করেছিল। তাদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে। অধিদপ্তরের নির্ধারিত মূল্যের বাইরে কেউ ওষুধ বিক্রি পারবে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় ২১৯টি ওষুধ রয়েছে। এর মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ১১৭টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয়। এই ১১৭টির মধ্যে ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

কোন কোন ওষুধের দাম বাড়ছে তা এখনো জানা যায়নি, শিগগিরই ওষুধগুলোর নাম ও দাম প্রকাশ করা হবে বলেও জানা যায়।

 

আর পি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top