রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বিশ্বব্যাপী কলেরার প্রাদুর্ভাব ও মৃত্যুহার বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ০৬:১৭

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০৪:১০

সংগৃহিত

কয়েক বছর ধরে কলেরার প্রাদুর্ভাব কমে আসছিল। তবে বর্তমানে তা উদ্বেগজনকহারে বাড়ছে। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। ২০২২ সালের প্রথম নয় মাসে ২৬টি দেশে কলেরা প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। অথচ ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রতি বছর কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এমন দেশের সংখ্যা ছিল ২০টিরও কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কলেরা এবং ডায়রিয়া ব্যাধি বিভাগের প্রধান ফিলিপ বারবোজা জেনেভায় জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আরও আরও বেশি মহামারীতে আমরা আক্রান্ত হচ্ছি। এসব মহামারী আরও আগ্রাসী ও মারাত্মক হয়ে উঠেছে’।

ফিলিপ বারবোজা জানান, দক্ষিণ আফ্রিকা, ভারতীয় উপমহাদেশের ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালসহ পাশ্ববর্তী দেশগুলোতে কলেরার প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। লেবাননের মতো দেশগুলিতে কলেরার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে।

ফিলিপ বারবোজা আরও জানান, ২০২১ সালে কলেরায় গড় মৃত্যুর হার আগের পাঁচ বছরের তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে। আফ্রিকাতে মৃত্যুর হার ছিল ৩ শতাংশ’।

আরপি/ এসএডি-7



আপনার মূল্যবান মতামত দিন:

Top