রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রংপুরে ওসি করোনায় আক্রান্ত, থানা লকডাউন


প্রকাশিত:
৪ মে ২০২০ ১৮:৪১

আপডেট:
১৩ মে ২০২৫ ০২:১৮

প্রতীকি ছবি

রংপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) করোনা শনাক্ত হওয়ায় থানা লকডাউন করা হয়েছে। এছাড়াও থানার কার্যক্রম পাশের ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৪ মে) সকালে রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (৩ মে) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানার ওসিও রয়েছেন। এ কারণে আপাতত ওই থানার সব কার্যক্রম পাশের ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে থানা লকডাউন থাকবে।

এছাড়া ওসির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top