রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


শীতে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে করোনা


প্রকাশিত:
১৪ জুলাই ২০২০ ১৭:৫৪

আপডেট:
১৩ মে ২০২৫ ১৩:০৭

ছবি: প্রতীকী

শীতের মৌসুমে করোনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। করোনা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে ব্যাপারে ধারণা তৈরিতে ব্রিটেনের প্রেক্ষাপটে একটি মডেল দাঁড় করানো হয়েছে।

যাতে বিজ্ঞানীরা বলছেন, শীতের মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া হয়নি।

ওই মডেলে বলা হয়, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরিস্থিতি বেশি খারাপ রূপ ধারণ করতে পারে।বিজ্ঞানীরা বলছেন, করোনা পরিস্থিতির ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে... যদি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

নতুন এ গবেষণায় বলা হয়েছে, শীতে এ ভাইরাস দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। শীতে যখন মানুষ ঘরেই বেশি সময় কাটায় তখন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে।এ পর্যন্ত ব্রিটেনে মহামারী করোনাভাইরাসে ৪৪ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে।

 

 

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top