রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রাজশাহী বিভাগে আরো ১৪ করোনা রোগী শনাক্ত


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৮

আপডেট:
১৩ মে ২০২৫ ০০:৩৭

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। সোমবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার বিভাগের রাজশাহীতে পাঁচজন, জয়পুরহাটে একজন, বগুড়ায় পাঁচজন এবং পাবনায় তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ১৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীর চারজন, নওগাঁর চারজন এবং বগুড়ার পাঁচজন সুস্থ হয়েছেন।

রোববার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৮৯ জন। এদের মধ্যে ২৩ হাজার ৭৩৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৬৬ জন কোভিড-১৯ রোগী

আরপি/ এসআই-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top