রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


গাড়ির উপরে বসে বিয়েতে যাওয়ায় কনে গ্রেফতার!


প্রকাশিত:
১৪ জুলাই ২০২১ ২১:১৫

আপডেট:
১৪ জুলাই ২০২১ ২১:১৭

গাড়ির উপরে বসে বিয়ের আসরের পথে কনে। ছবি: সংগৃহীত

শখ পূরণ করতে গিয়ে বিয়ের আনন্দই মাটি হয়ে গেল কনের। সঙ্গে থাকা ফটোগ্রাফারও ছবি তুলে পড়েছেন বিপদে। বিয়ের আসরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন কোনো কথা ছাড়াই!

ঘোড়া বা হাতির পিঠে বসে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়ার শখ অনেকেরই থাকে। কিন্তু করোনা মহামারির মধ্যে গাড়ির উপরে (বনেটে) বসে বিয়ে করতে বের হয়ে গ্রেফতার হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ২৩ বছর বয়সী এক তরুণী।

মঙ্গলবার পুণের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবার-পরিজনেরা। শুধু গাড়ির উপরে বসে ক্ষান্ত থাকা নয়, তা ক্যামেরাবন্দিও করেছেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল।

গাড়ির উপরে বসে বাইরে বের হওয়ার জন্য মোটর যান আইনে ওই তরুণীর পাশাপাশি গাড়িতে যারা ছিলেন তাদেরও গ্রেফতার করেছে লোনি কালভোর পুলিশ।

এ বিষয়ে লোনি কালভোর পুলিশের সিনিয়র পরিদর্শক রাজেন্দ্র মোকাশি জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কোভিড আইনে মামলা দায়ের হয়েছে।

সূত্র: আনন্দবাজার ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top