রাজশাহী মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


পশ্চিমবঙ্গ

সিভিল সার্ভিসে অফিসার পদে চাকরীর সুযোগ


প্রকাশিত:
৫ নভেম্বর ২০১৯ ০৮:১১

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ০৬:০১

ফাইল ছবি

ফাইল ছবি

চাকুরি প্রার্থীদের জন্য সুখবর! প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগের প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করা হল ডাব্লুবিসিএসের তরফে।

বয়স: ২১ থেকে ৩৬ বছরের মধ্যে। গ্রুপ বি-এর ক্ষেত্রে নূন্যতম বয়স ২০ বছর, সর্বোচ্চ বয়স ৩৯ বছর। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: ইজিসি স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদে।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন জমা দেওয়া শুরু: ৫ নভেম্বর।
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ নভেম্বর।
অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ নভেম্বর।
অফলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ নভেম্বর।

পরীক্ষার ধরন: মূলত তিনটি ধাপে হবে পরীক্ষাটি, প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ। প্রিলিমিনারিতে থাকবে মোট ২০০টি এমসিকিউ। প্রতিটিতে থাকবে ১ নম্বর। থাকবে নেগেটিভ মার্কিংও। মোট সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেই বসা যাবে মেইনস পরীক্ষায়। এখানে থাকবে মোট ৬টি কম্পালসারি পেপার। প্রতিটি পেপারের জন্য বরাদ্দ ৩ ঘন্টা। শেষ ধাপে থাকবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট।

ফি: পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে ২১০ টাকা। শারীরিক প্রতিবন্ধী, তফশিলি জাতি উপজাতিদের কোনও রকম ফি দিতে হবে না।

পরীক্ষার তারিখ:

প্রিলিমিনারি পরীক্ষাটি ৯ ফেব্রুয়ারী ২০২০তে অনুষ্ঠিত হবে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। মেইনস পরীক্ষা হবে ওই বছরেই। নির্বাচিত প্রার্থীদের কলকাতার পাবলিক সার্ভিস কমিশনের কার্যালয়ে ইন্টারভিউ নেওয়া হবে।

 

আরও বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল সাইটে- https://pscwbapplication.in/

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top