রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ছয় মাসেই কার্যকারিতা কমে যায় ফাইজারের


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ১৮:৫৮

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০০:২০

ফাইল ছবি

ফাইজার বায়োএনটেক টিকার দুই ডোজ নেওয়ার ৬ মাসেই কার্যকারিতা কমতে শুরু করে। এ সময়ের মধ্যে এর কার্যকারিতা ৪৭ শতাংশ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত কমে যায়। এ বিষয়ে সোমবার নতুন এক গবেষণা তথ্য প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্যে এমন চিত্র উঠে এসেছে। খবর রয়টার্সের।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থা ফাইজারের বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এ তথ্য উঠে আসলো। ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এই তথ্য গত আগস্টে পিয়ার রিভিউ’র আগে প্রকাশিত হয়েছিল। তথ্য বিশ্লেষণে দেখা যায়, অন্তত ছয় মাস এই টিকা করোনা আক্রান্তকে হাসপাতালে নেওয়া ও মৃত্যু ঠেকাতে ৯০ ভাগ কার্যকর। এমনকি অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টেও এই কার্যকারিতা থাকে।

দুই ডোজ দেওয়ার পর প্রথম মাস ফাইজারের এই টিকা ৮৮ ভাগ কার্যকর থাকে কিন্তু ছয় মাস পর এই কার্যকারিতা ৪৭ ভাগ কমে যায়। গবেষণায় আরো দেখা যায়, এই টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে খুবই কার্যকর এবং প্রথম মাসে এটি ৯০ ভাগ কার্যকর। তবে চতুর্থ মাসে এর কার্যকারিতা ৫৩ ভাগ কমে যায়।

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top