রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


টিকা না নিলে মার্কিন নৌ সেনাদের বহিষ্কারের ঘোষণা


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২১ ২১:১১

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:০০

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী বলেছে, ২৮ নভেম্বর সময় সীমার মধ্যে যে নৌ সেনা কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেবে না তাকে মার্কিন নৌ বাহিনী থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, “কোভিড-১৯ ভ্যাকসিন সকল সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক। যাদের ভ্যাকসিন গ্রহণ পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভ্যকসিন গ্রহণ করবে না তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরুর ব্যাপারে নৌ বাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে।”

পেন্টাগনের প্রথম স্পস্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সকল সদস্যের ভ্যাকসিন নিতে হবে। যারা ভ্যাকসিন নেবে না তাদের বহিষ্কার করা হবে।
নৌ বাহিনী বলেছে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌ সেনার মধ্যে ৯৮ শতাংশ ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার বলেছেন, ১৪ লাখ সক্রিয় সেনা সদস্যের ৯৬.৭ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং ৮৩.৭ শতাংশ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top