রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২১ ২৩:৪৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫১

ছবি: সংগৃহীত

আজারবাইজানে মঙ্গলবার সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ১৪ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এমন জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনী ও প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে যৌথবিবৃতি বলা হয়েছে, রাষ্ট্রীয় সীমান্ত বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় ১৪ জন নিহত হয়েছে ও দু'জন আহত হয়েছে। নিহতরা সবাই সামরিক কর্মী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ও তার স্ত্রী মেখরিবান আলিয়েভা।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top