রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:৪৬

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৩:৪৩

শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দ ক্যাবরাল পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, শ্রীলংকার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করার প্রেক্ষাপটে তিনিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অজিত নিভার্দ আজ সোমবার এক টুইটে তাঁর পদত্যাগের ঘোষণা দেন।

টুইটে অজিত নিভার্দ লিখেছেন, ‘মন্ত্রিপরিষদের সব মন্ত্রীর পদত্যাগের প্রেক্ষাপটে, আমি আজ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফাপত্র জমা দিয়েছি।’

এর আগে রোববার রাতে শ্রীলংকার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেন। তবে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে কিংবা তাঁর ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করেননি।

চরম অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলংকা। এ দ্বীপরাষ্ট্রে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের ওপর সাধারণ জনগণের অসন্তোষ বাড়ছে।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top