রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


১১০ দিন গৃহবন্দির পর মুক্তি পেলেন কাশ্মীরী নেতা


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ২০:৫২

আপডেট:
১৩ মে ২০২৫ ০৫:২৫

ছবি: প্রতীকী

দুই কাশ্মীরি নেতা দিলাওয়ার মির ও গুলাম হাসান মির টানা ১১০ দিন গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন। সোমবার মুক্তি দেয়ার কথা ঘোষণা করেছেন জম্মু-কাশ্মীর প্রশাসন। ৫ আগষ্টের পর থেকে বাড়িতেই গৃহবন্দি অবস্থায় ছিলেন।

দিলাওয়ার মির ও গুলাম হাসান মির দুজনেই বরামুলরে বাসিন্দা। সেইসাথে কাশ্মীরের সাবেক মন্ত্রী, বিধায়ক। 

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা করার দিন থেকেই অন্যান্য কাশ্মীরি রাজনীতিবীদদের মতো তাদেরকেও গৃহবন্দি করা হয়েছিল। অন্যান্য নেতাদেরও বন্দি করা হলেও কবে তাদের মুক্তি দেয়া হবে এবং কবে থেকে কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরবে সে বিষয়ে কোনো ধারণা নেই ক্ষমতাসীন বিজেপির।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top