রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


আমাজন রক্ষায় বিমান ভাড়া করে পানি ঢালছে বলিভিয়া


প্রকাশিত:
২৫ আগস্ট ২০১৯ ০৭:৩০

আপডেট:
২৫ আগস্ট ২০১৯ ০৭:৩২

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন। গত তিন সপ্তাহে বনটির প্রায় আট হাজার বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। আনুমানিক ৫ শতাংশেরও কম অংশ থাকা  বলিভিয়া আগুননেভাতে বিমান ভাড়া করে পানি ঢালছে মহাবন আমাজনে।

আন্তর্জাতিক বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, আগুন নেভাতে বোয়িংয়ের একটি সুপার ট্যাংকার বিমানের মাধ্যমে গতকাল শুক্রবার থেকে আমাজনে পানি ঢালতে শুরু করেছে বলিভিয়া সরকার। একটি মার্কিন কোম্পানির কাছ থেকে বিমানটি ভাড়া করেছে তারা।

বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া বলেছেন, ‘মার্কিন কোম্পানির কাছ থেকে ভাড়া করা একটি বিমানে আমাজনের আগুন নেভানোর চেষ্টা করছি আমরা। সুপার ট্যাংকার ওই বিমানটি ১ লাখ ৫০ হাজার লিটার অর্থাৎ ৪০ হাজার গ্যালন পানি বহনে সক্ষম।

 

আরপি/এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top